Thursday, November 1, 2012

Koi Yeh Kaise Bataye Lyrics From The Film Arth

Koi yeh kaise bataye ki woh tanhaa kyun hai
Woh jo apna tha, wohi aur kisi ka kyun hai
Yehi duniyan hain to phir, aisi yeh duniyan kyun hai
Yehi hota hain to, aakhir yehi hota kyun hai?

Ik zara haath badhaa de to pakad le daman
Uske sine mein samaa jaye humari dhadkan
Itni qurbat hain to phir faansla itna kyun hai?

Dil-e-barbad se nikla nahin ab tak koi
Ik loote ghar pe diya karta hai dastak koi
Aas jo toot gayi hai phir se bandhata kyun hai?

Tum masarrt ka kaho ya ise gham ka rishta
Kehete hai pyar ka rishta hai janam ka rishta
Hai janam ka jo yeh rishta to badalta kyun hai?



Wednesday, October 31, 2012

ভাবের ঘরে চুরি

শুকনো পাতা ঝড়ার নিস্তব্ধতা
আলোর অভিমুখে এগিয়ে চলার গতিহীনতা
আর ফুরিয়ে যাওয়া অভিব্যক্তি
আমাকে চেনায় জীবন|
শূন্যের ওপারেও থামেনা সময়
মিছে বকে মরে একফালি চাঁদ
অবিরাম বৃত্তের ঘূর্ণিপথে
বেঁচে থাকে এক কুচি প্রাণ|
নেশাতুর চোখে সমান্তরাল
কটা সীমাহীন লাইনের
সমান্তরালতা এঁকে বেঁকে মিশে যায়
প্রাণের আশায়|
স্থুল আবেগ মুখ ঢাকে
স্থূলকায় অঙ্গীকারের তীব্র বর্ণময়তায়
আর এক ফোঁটা সুখের পদধ্বনি
সুপ্ত চেতনার অভিপ্রায়|


Photocourtesy: Flickr

Wednesday, September 12, 2012

Megh Peoner Bag Er Bhitor Lyrics from Titli

Megh peoner bager bhetor mon kharaper dishta
Mon kharap hole kuasha hoy byakul hole teesta

Mon kharper khobor ashe bon paharer deshe
Choukono shob bakshe jethaye je mon thak she
Mon kharaper khobor pore darun bhalobeshe

Megher bager bhetor map royeche megh pioner paari
Pakdondi poth beye tar bagan ghera baari
Bagan sheshe sodor duar baranda te aram chair
Galche pata bichana te chhotto roder phali
Shethaye eshe megh pioner shomosto bag khali...

Megh peoner bager bhetor mon kharaper dishta
Mon kharap hole kuasha hoy byakul hole teesta

Dewal jure chotto roder chaya bishalkay
Nishpoloke byakul chokhe takiye achhe thay
Kisher apekhay?
Roder chhoori chhayar shorir katchhe obiroto
Roder buker bhetor khoto

Sei buker theke toop toop toop neel kuasha jhore
Aar mon kharper khobor ashe akashe megh kore
Sara akash jure...

Megh peoner bager bhetor mon kharaper dishta
Mon kharap hole kuasha hoy byakul hole teesta

Megher deshe roder bari pahar kinaraye
Jodi megh pioner daake sei chhayar hodish thake
Roder phali takiye thake akul akankhaye
Kobe megher pithe ashbe khobor barir barandaye
Chotto bagaan taye...

Megh peoner bager bhetor mon kharaper dishta
Mon kharap hole kuasha hoi byakul hole teesta...


Thursday, August 23, 2012

Achhe Dukkho Achhe Mrityu Rabindra Sangeet Lyrics

আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে
তবুও শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে
আছে দুঃখ আছে মৃত্যু...

তবু প্রাণ নিত্য ধারা হাসে সূর্য চন্দ্র তারা
বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে
আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে
তবুও শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে
আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে|

তরঙ্গ মিলায় যায় তরঙ্গ উঠে
কুসুম ঝরিয়া পরে কুসুম ফুটে
নাহি ক্ষয় নাহি শেষ নাহি নাহি দৈন্য লেশ
সেই পূর্ণতার পায়ে মন স্থান মাগে
আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে
তবুও শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে
আছে দুঃখ আছে মৃত্যু...

Monday, August 13, 2012

An Afternoon Siesta



কলকাতায় সেদিন আর এক কর্মনাশা বনধ| আমি আমার স্বাভাবিক অতি-উত্তেজনাপ্রবন স্বভাবের বশে অফিসে গিয়ে হাজির| ফ্রেম-এ ধরা স্তব্ধ নির্জন দুপুরের বি বি গাঙ্গুলী স্ট্রীট আর একপাশে সার দিয়ে রাখা হাতেটানা রিক্সা|

Friday, July 6, 2012

Lyrics of Tomae Chunte Chaoar Muhurtora By Shohor

যখন নীরবে দূরে দাঁড়াও এসে
যেখানে পথ বেঁকেছে
তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা
কে জানে
 কী আবেশে দিশাহারা

আমিও ছুটে যাই সে গভীরে,
আমিও ধেয়ে যাই কী নিবিড়ে!
তুমি কী মরীচিকা না ধ্রুবতারা?

তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা
কে জানে
কী আবেশে দিশাহারা|

যখন রোদেরই কণা
ধানেরই শীষ-এ বিছিয়ে দেয় রোদ্দুর
তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা
কে জানে
কী আবেশে দিশাহারা|

আমিও ছুটে যাই সে দিগন্তে,
আমিও ধেয়ে যাই কী আনন্দে!
তুমি কী ভুলে যাওয়া কবিতারা?

তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা
কে জানে
কী আবেশে দিশাহারা...


Friday, June 29, 2012

দু'কুচি পরাগ

একটা শালিক, একফালি রোদ
কানামাছি খেলা, বোধহীন বোধ|
জমছেনা তবু, কাটছেনা দাগ
কবিতার ভাঁজে দু'কুচি পরাগ|
একপেশে মন অধীনতা চায়
নামহীন গলি, অস্থির সময়|
ধারবাকি খাতা, ফাঁকা ইমারত
জেনেছিল শেষে অবেলা শরত্|
ডাক দিয়ে সাঁঝে, পালাবে ভাবিনি
বেঁধেছিল সুর বেহাগ যামিনী|
কথা কিছু আজও তবু মনে আছে
আঁকা-বাঁকা নদী হাঁপ ছেড়ে বাঁচে|
মাটির গভীরে শিকড়, বন্য অহংকার
কঠোর পাথরে লেখা ফুলের বিচার|
ক্লান্ত পথিক আর শ্রান্ত বাগিচা
মেঘবাড়ি জুড়ে কলমের খোঁচা|
তবু আসেনি আজও  আশাবরী রাগ
কবিতার ভাঁজে দু'কুচি পরাগ|


Wednesday, June 27, 2012

Neel by Anjan Dutta Lyrics

Neel mane fele asha shokoler, akasher ekta naam,
Neel mane valobashar govire lukono ekta rong,
Neel ekta chena chena kobekar neelimar onyo naam,
Neel ekta naam.

Lal ekta moja pore cheleta, relinge, dule jay,
Lal mane chelebelar surjota, drawing-r khatay,
Lal aajke amar kache rajneeti, boro hoye gechi, je hay,
Ki kora jay!

Shobuj mane gacher pata bere jay, shobujer shovab,
Gach pota hoyeni bole shohore, shobujer ovab,
Shobuj ronger monta chilo amar-o, ki je holo, kothay,
Kothay?!

Bhoy mane kalo kalo chayata, deyale rattire,
Chokhta bujhe felte hobe, noile voy, noile voy jabe bere!
Bhoy ekta chilo je chelebelar, mithey bolar geche...
Aaj hariye!

Hashi mane moja pele hashte chao, heshe jao, aajibon!
Ektu hashir jonyo ami kandi aaj, hashte chai, tomar moton.
Ektu hashbo tomar sathe bole dao, ami likhe jai ekta gaan,
Ar ekta gaan.

Neel mane fele asha shokoler akasher onyo naam,
Neel mane valobashar govire lukono ekta rong,
Neel ekta chena chena mukh amar, bajaye guitar, hordom,
Neel ekta naam.
Neel ekta naam.


Monday, June 25, 2012

...ডাকে আয়

একা ঘরে বসে
আনমনা ভাবি
যত রাজ্যের ছাতাদের ছোট-বড় কথা কিংবা ব্যথা|
চমক ভাঙ্গে
কার যেন ফিসফাস ডাকে|
ফিরে দেখি আগন্তুক
আমার হাতে হাত রেখে চুপটি করে বসে!
বিস্ময় নিবিড় হয় যখন
আমার গালে এঁকে দেয় স্নেহের চুম্বন!
এ কোন মায়া?
হাতছানি দিয়ে ডাকে ছাদে
ভুলে যাই জীবনের যত ডেডলাইন|
'আয়' ডাকে কোথা থেকে ছুটে আসে
একঝাঁক নতুন বাতাস
আর
আমি আবার খেলায় মেতে উঠি|

ছোঁয়াছুঁই খেলা
প্রতিটি প্রাণ চুপি এসে কানে বলে যায়,
ওরা সৃষ্টির বার্তাবাহক!
ওদেরই অগুনতি আণুবীক্ষণিক কাঁধে সওয়ার হয়ে
দূর আকাশ থেকে মাটিতে আলতো পা রাখে
সৃষ্টির আদিম গর্ভধারিনী -
বর্ষা!


Tuesday, June 19, 2012

Roopkathara Lyrics from Aparajita Tumi

Shohore hothat aalo cholachol, jonaki naki smriti daage!
Kanpchhilo mon, nirala rokom, daaknaam namlo porage|

Ke haraye!
Isharaye!

Sara dao, phele asha gaan|
Roopkathara ra ra ra ra,
Chupkathara ra ra ra ra,
Phurphure ek roder janmadin|
Monpahara ra ra ra,
Bondhura ra ra ra ra,
Aaj khola altushi canteen|

Boba imarat, akulano path, shaaliker sat anuraage|
Boleche abar, janlar dhar, dharbaki haate chithi jage|

Ke haraye!
Isharaye!

Sara dao, phele asha gaan|
Roopkathara ra ra ra ra,
Chupkathara ra ra ra ra,
Phurphure ek roder janmadin|
Monpahara ra ra ra,
Bondhura ra ra ra ra,
Aaj khola altushi canteen|

Rodela belar, kabita khelar, sheetghum boiyer bhanje|
Besamal trum, muthor badam, jalatone gangchilta j,
Jhore ekakar, bali-dhulo taar, tulo tulo bekheyal|

Hothat shohor, purono mohor, mahara sajano aabdaale|
Lojja chibuk, baanbhasi sukh, suk-sari golpo nagale|

Ke haraye!
Isharaye!

Sara dao, phele asha gaan|
Roopkathara ra ra ra ra,
Chupkathara ra ra ra ra,
Phurphure ek roder janmadin|
Monpahara ra ra ra,
Bondhura ra ra ra ra,
Aaj khola altushi canteen|

Saturday, May 19, 2012

Need Vs Necessity

প্রচন্ড গরম! সবাই চারপাশে হাঁসফাঁস করছে! ট্রেন-বাস-অটোএ প্রত্যেকটা মানুষ একটু মন জুড়িয়ে দেওয়া ঠান্ডা হাওয়ার জন্যে হাপিত্যেস করে বসে আছে| অথচ কোথায় সেই শীতল সমীরন? কোথায় গেল ঈশান-কোণ অন্ধকার করা কালবৈশাখীর ঘন করাল মেঘ?

আমার অফিস-বাড়ি যাতায়াতে ট্রেন একটা অপরিহার্য অঙ্গ| সকালের ট্রেনে সফরটাকে যদিও বা তৃতীয় বিশ্ব যুদ্ধ বলা যায়| বা সেটা বললেই শুনতে ঠিক লাগে| আর ফেরার পথে যাদবপুর - বালিগঞ্জ এবং বালিগঞ্জ - দমদম (বজবজ-নৈহাটি) এ এক ভারী আরামদায়ক ক্ষণ| উঠেই সোজা গিয়ে দরজার পাশে দাঁড়াই যাতে পুরো রাস্তাটা ফুরফুরে হাওয়া খেতে খেতে এবং গান শুনতে শুনতে যাওয়া যায়| এই দমবদ্ধ করা গরমে এ এক স্বস্তি|

আগের সপ্তাহেও এমনই ট্রেনে দরজার পাশে দাঁড়িয়ে ছিলাম| ট্রেন স্যার গুরুদাস হল্ট স্টেশন-এ দাঁড়াতেই হুড়োপাটি করে লোকজনের নামা-ওঠা হল| এজ মধ্যবয়সী মহিলা (daily passenger) উঠেই মধ্যিখানের রড ধরে মাথা নীচু করে দাঁড়িয়ে পড়লেন| মনে হল, শরীর খুব অসুস্থ| কিন্ত জানি উনি পরের স্টেশন, বিধাননগর-এই নেমে যাবেন এর পরের বনগাঁ লোকাল ধরবেন বলে, তাই ওনাকে ভিতরে ঢুকে বসার কথা বললাম না| ওনার বাকি সহযাত্রীদের আলাপ আলোচনা থেকে জানতে পারলাম - ওনার বাড়িতে পাখা নেই| মানে electricity connection নেই| ওনার High Blood Pressure, তাই এই গরমে সারা রাত ঘুম হয়না| উনি কলকাতায়  এক বাড়িতে পরিচারিকার কাজ করেন| থাকেন বারাসত-এর ও অনেক স্টেশন পর| হঠাত্ দেখলাম উনি নীরবে কাঁদছেন| শরীর বেশি খারাপ হলে যদি কাজে আসতে না পারেন তাহলে যে একদিনের মাইনে কাটা যাবে ওনার!

সত্যি, মানুষের জীবন-সুখ-দুঃখ সব কত আপেক্ষিক! আমরা যারা  Corporate বা IT world-এ কর্মরত তারা এই দু'তিন ঘন্টার ট্রেনে-বাসে journey-তে বা বাড়িতে দু'ঘন্টা power cut হলে CESC-কে গালমন্দ করে থাকি! এটাই কী সেই চিরন্তন NEED vs NECESSITY-র লড়াই???


Sunday, May 13, 2012

তুমি না থাকলে সকালটা এত মিষ্টি হতনা...

আজ বিশ্ব মাতৃদিবস| ফেসবুকে মাতৃ-বন্দনা দেখে আমিও ভাবলাম কিছু লিখি, দু-চার লাইন মা-এর ব্যাপারে| কিন্তু ঠিক করে উঠতে পারলামনা যে ঠিক কী লিখলে আমি বোঝাতে পারবো যে মা আমার কাছে কী! তার এতো বছরের এতো প্রয়াস - আমায় বড় করে তোলা; শুধু বড় নয়, আমায় মানুষের মতন মানুষ করে তোলা; আমার সকল উত্পাত সহ্য করে আমায় বিনা কোনো শর্তে ভালোবাসা; আমার সকল খামখেয়ালিপনাকে সাপোর্ট করা; এসব কিছুকে কী করে আমি দু লাইন-এ প্রকাশ করি??? আমার এহেন স্বীয় ভাবপ্রকাশের অপদার্থতা ক্ষমার যোগ্য আশা করি|

বাঙ্গালীদের একটি অদ্ভূত সামাজিক আচার আছে যা আমার কাছে সম্পূর্ণ অর্থহীন| কনে বিদায়| আরও অন্যান্য আচার-এর মত এও ভারি অদ্ভূত এক আচার! যার মস্তিস্কপ্রসূত এই আচার তার মাথাটা নিয়ে গবেষণা করার ইচ্ছে আমার দীর্ঘদিনের| শুধু এক মুঠো চাল পিছন দিকে ছুঁড়ে দিয়ে কীভাবে বাবা মায়ের ঋণ শোধ করা যায়ে এ আমায় ভারি ভাবায়| আমার মতে, বাবা মায়ের ঋণশোধ করার এরকম প্রচেষ্টা বড্ড হীন, বড্ড দীন| যার কাছে আমার কোটি টাকার ঋণ, তাকে এক টাকা ঠেকানোটা নেহাতই মূর্খামো! সামাজিক বিয়ের প্রতি আমার তীব্র অসন্তোষের এটাই বোধহয় অন্যতম প্রধান কারণ (যদিও আরও এক গুচ্ছ কারণ আছে এটা ছাড়া, কিন্তু এটাই প্রধান)|

আমার স্বাধীন ভাবে বড় হয়ে ওঠার আসল কান্ডারী মা| যেখানে আমি দেখি আসেপাশে অধিকাংশ শিশুদের ওপর একপ্রকার চাপিয়ে দেওয়া হয় সব মতামত, আমি খুব ছোটবেলা থেকেই নিজের মতামত প্রকাশ করার স্বাধীনতা পেয়ে এসেছি| আমাকে কখনও বলে দেওয়া হয়নি কী নিয়ে পড়তে হবে, কী নিয়ে পড়া যাবেনা ইত্যাদি| মা বলে, "এটা তোমার জীবন, এই জীবন তোমাকেই কাটাতে হবে| তাই এই জীবনের গুরুত্বপূর্ণ ডিসিশনগুলো নেওয়ার দায়িত্ব-ও তোমারই| শুধু এটা মনে রেখো যে তোমার নেওয়া ডিসিশন যেন তোমার জীবনে কোনো বিপদ না ডেকে আনে|" ছোটবেলা ভারী মজা হত যে "বাহ! কী আনন্দ, কেউ আমার হয়ে ডিসিশন নেবেনা|" কিন্তু আজ মনে হয় মা খুব সূক্ষ্মভাবে আমাকেই কর্ণার করেছে| স্বাধীনতার সাথে যে কত responsibility আসে সে আমি হাড়ে হাড়ে বুঝেছি| If I take a wrong decision, I will only have myself to blame and no one else. আর ঠিক যে মুহুর্তে এই ভাবনাটা মাথায় আসবে, you'll think twice before you step ahead.

মা শিখিয়েছিল যে যদি আমি নিজে নিজের কাছে ঠিক থাকি, তাহলে বাকি কে কি বলল সেটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই| তাই আজও কোনো বিষয়ে অসন্তোষ থাকলে আমার চারপাশের মানুষজন নীরবতা পালন করলেও, আমি আমার ভাব প্রকাশ করতে দু'বারও ভাবিনা! অনেকে বলে "অতি সাহস", অনেকে বলে "বড্ড বাড়াবাড়ি", আর অনেকে বলে আমি নাকি "আজন্ম বিদ্রোহী"...হি হি হি!!! আমি কিন্তু কিছু মনে করিনা, কারণ আমি জানি কোথাও এ গোটা পৃথিবীতে at least একজন মানুষ আছে যে আমায় বোঝে, আমায় support করে| আমার আর কারুর support-এর সত্যিই দরকার হয়না তারপর|

ঠিক এই কারণেই আমি নাস্তিক, ভগবান মানিনা বা মানার প্রয়োজন পড়েনা| আমি বিশ্বাস করি নিজে ঠিক থাকলে কোনো ভগবানকেও ভয় পাওয়া বা মানার দরকার পড়েনা| আর মায়ের থেকে বড় ভগবান হতে পারেনা| সেই যে একটা লাইন আছেনা, "A mother is a mother still, the holiest thing alive." :-)

আমার একা লড়ে যাওয়ার সাহসটাও তাই মায়ের থেকেই শেখা| যাইহোক, এই শেখার লিস্টটা বোধহয় শুরু করলে আর শেষ হবেনা| তাই আজকের মত এখানেই শেষ করলাম আমার মাতৃ-বন্দনা|

সত্যি, তুমি না থাকলে...


Thursday, April 19, 2012

শেষ স্বপ্ন

বাইপাসের ধারে
রাতজাগা পাখি ডাকে সুতীব্র স্বরে|
ভ্যাট-এর উচ্ছিষ্টভোজী কুকুরগুলো
একটা রুটির টুকরো নিয়ে মারপিট করে ম'লো!

লাস্ট বাস চলে যায়
ঘুমের দেশে পথচারী কিছু যাত্রী নিয়ে|
রোজকার মত ভিখারীটা
ওলটপালট করে ঝুরিটা আকাশপানে চেয়ে!
গাল দেয়, শাপ দেয়;
তবু যেন বদলাতে চায়না বেয়ারা আকাশটা,
কেবলই ওই সুদূর থেকে
শাপশাপান্তের ব্যুমেরাঙ্গ ছুঁড়ে মারে -
আর বখাটে ছেলেদের মত হাসে -
তার দুর্ভাগ্যের দিকে তাকিয়ে!
তারপর...

ঘুমের যাদুকর শুরু করে তার যাদুকরী খেলা
পলকে
ভিখারীটা পৌঁছে যায়, সামনে এক মেলা
কত আশা, কত নিরাশা
আহুত হয় সেথা পসরার ডালী ভরে ভরে|
লোকে আসে-দেখে-কেনে,
নিয়ে যায় যে যার নিজের ঘরে|
সেও কেনে, দেখেনা;
ফুটপাথে এসে থলিটা উপুর করে ঢালে|
ভরে যায় মেঝেতে
রাশি রাশি...!

চলে যায় মারুতিটা,
পরে থাকে দেহটা;
ব্যার্থতার কালিমাখা মুখে|

Sesh Shopno

Sunday, April 15, 2012

পয়লা বৈশাখ আর এক গুচ্ছ স্মৃতি

আজ পয়লা বৈশাখ| চারপাশে রবীন্দ্রসঙ্গীত, হালখাতা, লক্ষ্মী-গণেশ পূজো ও আরও নানান রকম আয়োজন| আর অবিছ্যেদ্য ভাবে সকাল থেকে একের পর এক ফোন আসছে বা যাচ্ছে| বন্ধুদের সাথে শুভেচ্ছা প্রদানটা মেসেজ-এই সেরে ফেলা যায়, কিন্তু আত্মীয়-স্বজনদের সাথে সরাসরি ফোন-এ কথা বলাটাই রীতি| আজ অফিস ছুটি, তাই বাড়িতেই সারাদিন কাটাচ্ছি| এসব কিছুর মাঝে কী যেন একটা নেই মনে হচ্ছে, কী যেন একটা দামী কিছু হারিয়ে গেছে জীবন থেকে - বারবার এটাই খালি মনে হচ্ছে!

চিঠি! হ্যাঁ, চিঠি, শুভ নববর্ষের শুভেচ্ছা বার্তাবাহী চিঠি| যবে থেকে লিখতে শিখেছি তবে থেকে সবথেকে আগ্রহের বিষয়বস্তু ছিল চিঠি লেখা| অপোক্ত কাঁচা হাতে ধরে ধরে খুব যত্নে একটা একটা করে চিঠি লিখে ফেলতাম সব্বাইকে - কাকামনি, কাকিমা, বড়মা, ছোড়দি, বড়দি, দাদাভাই, ঠাকুমা; এদেরকে| যাতে চিঠিগুলো একদম পয়লা বৈশাখেই পৌছয়, তাই বেশ কয়েকদিন আগে থেকেই লেখার কাজটা সেরে ফেলতাম আর বাবা গিয়ে পোস্টবক্সে ফেলে আসতো| নববর্ষের সারা দিনটাই প্রায় কুড়ি বার সদর-দরজার বাইরে লাগানো পোস্টবক্স-এ উঁকি দিয়ে কেটে যেত|

অবশ্যই এক গুচ্ছ চিঠি পেতাম| যদিও জানি যে সেদিন রাতে সবাই মিলে কারুর একটা বাড়িতে একসাথে জড় হয়ে হইচই, খাওয়া দাওয়া হবে এবং দেখাও হবে, তবুও ওই চিঠি লেখার এবং পাওয়ার আনন্দটা ছাড়তে পারতাম না কিছুতেই| পিসীমনিরা সবাই কোচবিহারে থাকে, তাই ওদের চিঠিগুলো অনেকটা আগেই সেরে ফেলতে হত| পিসতুতো দাদা-দিদিদের চিঠিও আসতে কখনোসখনো দেরী হত| কিন্তু সব মিলিয়ে ভারী মজা ছিল ওই দিনগুলোয়|

আজ forwarded sms-es আর electronic wishes n greetings -এর মধ্যে কেন জানিনা ওই উত্তেজনাটা আর কিছুতেই ফিরে পাইনা!


Saturday, April 14, 2012

Balance Sheet

বাড়ছে বয়স, কমছে আয়ু|
বাড়ছে দূষণ, কমছে বায়ু||

বাড়ছে নাশ, সৃষ্টি হ্রাস|
বাড়ছে ক্ষুধা, অরণ্য গ্রাস||

বাড়ছে যান, বাড়ছে গাড়ি|
কমছে জমি, বাড়ছে বাড়ি||

বাড়ছে পশু, কমছে মানুষ|
বাড়ছে নানান রঙ্গিন ফানুস||

কমছে স্নেহ, বাড়ছে ত্রাস|
কমছে ভালোবাসার বাস||

বাড়ছে প্রেশার, মন্দ রোগ|
কমছে শুভ বিবাহযোগ||

সংসারের এই ব্যালান্স-শীট-এ,
পেলে কি খুঁজে লাভকে নীটে?


Balance Sheet of Life

(P.S. ক্লাস 6-এ লেখা কবিতা) :-P

Friday, April 13, 2012

একটি গাছ আর একটি পুকুর

গাছের শেষে পুকুর

ক্ষণে ক্ষণে ঝুঁকে
স্পর্শ করছে বুক,
স্পর্শসুখের উল্লাস
ছোট ছোট ঢেউ|
ভাঙ্গছে পাড়, খেলাচ্ছলে
হাওয়ার মাতন উড়ো পাতা
টুপটাপ খসে পড়া তোমার
আমাকে দেওয়া উপহার|

রোদ-জল-বায়ু
তোমার বাস্পবারি সোহাগে
উচ্ছল|
মুঠো চুলে হাওয়ার কাঁপন
চুপি চুপি
দুটো কথা - ভাঙ্গা ডাল
এতটুকু ফাঁক আর
দুর্নিবার আকর্ষণ|

পুকুর পাড়ের গাছ

কী কথা কুলকুল
বওয়| অবুঝ মন জানে
না, তোমার অতল
রহস্যমাখা শরীর, মানে
নিদ্রিত রাত্রি, চাঁদে মুখ
দেখে আয়নায় - সুন্দর!
আমি দেখি তোমার
জোয়ার জাগা শরীর -
শিহরণ|

ছিঁড়ে যায় কোষ
স্নায়ু অসহ্য ক্রোধে
কার দুর্জয় সাহস?
তোমার কৌমর্যো অপহৃত
গভীর শরীরে আজ
অগভীরতা মাটির বোঝা!
আমার উপহার তোমাকে -
ঝরা পাতা - আজ
ভাসে কই?
চারিদিক নিস্তব্ধ কান্নায়
বোজা গলা তোমার,

আমার আজন্ম প্রেম
প্রস্তরীভূত আজ!

Ekti Gaach Aar Ekti Pukur

Tuesday, March 13, 2012

Bola Baron Lyrics from Aparajita Tumi

Keno emon, kobe hothat, kiser haowa, tokhon bikel
bola baron
Ki ojuhaat, kon she rongin, kokhon agahat, joler adaal
Bola baron

Ke jage raat bela prohor, poro boshot, thikana tor
Chena duchokh, chena palok, chini ki ghor, swayamvar

Keno shorir, kemon haowa, aarshimohol kake poray
Bola baron
Durer steamer, alor tarikh, ki je manush ki je kokhon
Bola baron

Jaage raat (5)
Ke jaage raat

chul dhaake ghum, bhool corridor, ke polatok nilche shomoy
Bola baron
Kon se rakhal bishaad choraye, hothat kokhon highway banshi
bola baron

Ke jaage raat, bela prohor, poro boshot, thikana tor
Chena du haat, laaj mukh raat, chini ki tar ondhokar

Bola Baron