Monday, June 25, 2012

...ডাকে আয়

একা ঘরে বসে
আনমনা ভাবি
যত রাজ্যের ছাতাদের ছোট-বড় কথা কিংবা ব্যথা|
চমক ভাঙ্গে
কার যেন ফিসফাস ডাকে|
ফিরে দেখি আগন্তুক
আমার হাতে হাত রেখে চুপটি করে বসে!
বিস্ময় নিবিড় হয় যখন
আমার গালে এঁকে দেয় স্নেহের চুম্বন!
এ কোন মায়া?
হাতছানি দিয়ে ডাকে ছাদে
ভুলে যাই জীবনের যত ডেডলাইন|
'আয়' ডাকে কোথা থেকে ছুটে আসে
একঝাঁক নতুন বাতাস
আর
আমি আবার খেলায় মেতে উঠি|

ছোঁয়াছুঁই খেলা
প্রতিটি প্রাণ চুপি এসে কানে বলে যায়,
ওরা সৃষ্টির বার্তাবাহক!
ওদেরই অগুনতি আণুবীক্ষণিক কাঁধে সওয়ার হয়ে
দূর আকাশ থেকে মাটিতে আলতো পা রাখে
সৃষ্টির আদিম গর্ভধারিনী -
বর্ষা!


No comments:

Post a Comment