Saturday, April 14, 2012

Balance Sheet

বাড়ছে বয়স, কমছে আয়ু|
বাড়ছে দূষণ, কমছে বায়ু||

বাড়ছে নাশ, সৃষ্টি হ্রাস|
বাড়ছে ক্ষুধা, অরণ্য গ্রাস||

বাড়ছে যান, বাড়ছে গাড়ি|
কমছে জমি, বাড়ছে বাড়ি||

বাড়ছে পশু, কমছে মানুষ|
বাড়ছে নানান রঙ্গিন ফানুস||

কমছে স্নেহ, বাড়ছে ত্রাস|
কমছে ভালোবাসার বাস||

বাড়ছে প্রেশার, মন্দ রোগ|
কমছে শুভ বিবাহযোগ||

সংসারের এই ব্যালান্স-শীট-এ,
পেলে কি খুঁজে লাভকে নীটে?


Balance Sheet of Life

(P.S. ক্লাস 6-এ লেখা কবিতা) :-P

No comments:

Post a Comment