বাইপাসের ধারে
রাতজাগা পাখি ডাকে সুতীব্র স্বরে|
ভ্যাট-এর উচ্ছিষ্টভোজী কুকুরগুলো
একটা রুটির টুকরো নিয়ে মারপিট করে ম'লো!
লাস্ট বাস চলে যায়
ঘুমের দেশে পথচারী কিছু যাত্রী নিয়ে|
রোজকার মত ভিখারীটা
ওলটপালট করে ঝুরিটা আকাশপানে চেয়ে!
গাল দেয়, শাপ দেয়;
তবু যেন বদলাতে চায়না বেয়ারা আকাশটা,
কেবলই ওই সুদূর থেকে
শাপশাপান্তের ব্যুমেরাঙ্গ ছুঁড়ে মারে -
আর বখাটে ছেলেদের মত হাসে -
তার দুর্ভাগ্যের দিকে তাকিয়ে!
তারপর...
ঘুমের যাদুকর শুরু করে তার যাদুকরী খেলা
পলকে
ভিখারীটা পৌঁছে যায়, সামনে এক মেলা
কত আশা, কত নিরাশা
আহুত হয় সেথা পসরার ডালী ভরে ভরে|
লোকে আসে-দেখে-কেনে,
নিয়ে যায় যে যার নিজের ঘরে|
সেও কেনে, দেখেনা;
ফুটপাথে এসে থলিটা উপুর করে ঢালে|
ভরে যায় মেঝেতে
রাশি রাশি...!
চলে যায় মারুতিটা,
পরে থাকে দেহটা;
ব্যার্থতার কালিমাখা মুখে|
রাতজাগা পাখি ডাকে সুতীব্র স্বরে|
ভ্যাট-এর উচ্ছিষ্টভোজী কুকুরগুলো
একটা রুটির টুকরো নিয়ে মারপিট করে ম'লো!
লাস্ট বাস চলে যায়
ঘুমের দেশে পথচারী কিছু যাত্রী নিয়ে|
রোজকার মত ভিখারীটা
ওলটপালট করে ঝুরিটা আকাশপানে চেয়ে!
গাল দেয়, শাপ দেয়;
তবু যেন বদলাতে চায়না বেয়ারা আকাশটা,
কেবলই ওই সুদূর থেকে
শাপশাপান্তের ব্যুমেরাঙ্গ ছুঁড়ে মারে -
আর বখাটে ছেলেদের মত হাসে -
তার দুর্ভাগ্যের দিকে তাকিয়ে!
তারপর...
ঘুমের যাদুকর শুরু করে তার যাদুকরী খেলা
পলকে
ভিখারীটা পৌঁছে যায়, সামনে এক মেলা
কত আশা, কত নিরাশা
আহুত হয় সেথা পসরার ডালী ভরে ভরে|
লোকে আসে-দেখে-কেনে,
নিয়ে যায় যে যার নিজের ঘরে|
সেও কেনে, দেখেনা;
ফুটপাথে এসে থলিটা উপুর করে ঢালে|
ভরে যায় মেঝেতে
রাশি রাশি...!
চলে যায় মারুতিটা,
পরে থাকে দেহটা;
ব্যার্থতার কালিমাখা মুখে|
No comments:
Post a Comment