Friday, June 29, 2012

দু'কুচি পরাগ

একটা শালিক, একফালি রোদ
কানামাছি খেলা, বোধহীন বোধ|
জমছেনা তবু, কাটছেনা দাগ
কবিতার ভাঁজে দু'কুচি পরাগ|
একপেশে মন অধীনতা চায়
নামহীন গলি, অস্থির সময়|
ধারবাকি খাতা, ফাঁকা ইমারত
জেনেছিল শেষে অবেলা শরত্|
ডাক দিয়ে সাঁঝে, পালাবে ভাবিনি
বেঁধেছিল সুর বেহাগ যামিনী|
কথা কিছু আজও তবু মনে আছে
আঁকা-বাঁকা নদী হাঁপ ছেড়ে বাঁচে|
মাটির গভীরে শিকড়, বন্য অহংকার
কঠোর পাথরে লেখা ফুলের বিচার|
ক্লান্ত পথিক আর শ্রান্ত বাগিচা
মেঘবাড়ি জুড়ে কলমের খোঁচা|
তবু আসেনি আজও  আশাবরী রাগ
কবিতার ভাঁজে দু'কুচি পরাগ|


No comments:

Post a Comment