যখন নীরবে দূরে দাঁড়াও এসে
যেখানে পথ বেঁকেছে
তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা
কে জানে
কী আবেশে দিশাহারা
আমিও ছুটে যাই সে গভীরে,
আমিও ধেয়ে যাই কী নিবিড়ে!
তুমি কী মরীচিকা না ধ্রুবতারা?
তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা
কে জানে
কী আবেশে দিশাহারা|
যখন রোদেরই কণা
ধানেরই শীষ-এ বিছিয়ে দেয় রোদ্দুর
তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা
কে জানে
কী আবেশে দিশাহারা|
আমিও ছুটে যাই সে দিগন্তে,
আমিও ধেয়ে যাই কী আনন্দে!
তুমি কী ভুলে যাওয়া কবিতারা?
তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা
কে জানে
কী আবেশে দিশাহারা...
যেখানে পথ বেঁকেছে
তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা
কে জানে
কী আবেশে দিশাহারা
আমিও ছুটে যাই সে গভীরে,
আমিও ধেয়ে যাই কী নিবিড়ে!
তুমি কী মরীচিকা না ধ্রুবতারা?
তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা
কে জানে
কী আবেশে দিশাহারা|
যখন রোদেরই কণা
ধানেরই শীষ-এ বিছিয়ে দেয় রোদ্দুর
তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা
কে জানে
কী আবেশে দিশাহারা|
আমিও ছুটে যাই সে দিগন্তে,
আমিও ধেয়ে যাই কী আনন্দে!
তুমি কী ভুলে যাওয়া কবিতারা?
তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা
কে জানে
কী আবেশে দিশাহারা...
Hi Durba , Thanks for the lyrics ; But it needs little correction. You can listen the song @ http://www.youtube.com/watch?v=GrCXwJTpGgo. Good Work ; Please Keep it up :-)
ReplyDeleteHello Abhijit, Thank you so much for correcting me! Such inputs are always welcome! Do share your feedback :) And many thanks for your appreciation.
Delete