Wednesday, October 31, 2012

ভাবের ঘরে চুরি

শুকনো পাতা ঝড়ার নিস্তব্ধতা
আলোর অভিমুখে এগিয়ে চলার গতিহীনতা
আর ফুরিয়ে যাওয়া অভিব্যক্তি
আমাকে চেনায় জীবন|
শূন্যের ওপারেও থামেনা সময়
মিছে বকে মরে একফালি চাঁদ
অবিরাম বৃত্তের ঘূর্ণিপথে
বেঁচে থাকে এক কুচি প্রাণ|
নেশাতুর চোখে সমান্তরাল
কটা সীমাহীন লাইনের
সমান্তরালতা এঁকে বেঁকে মিশে যায়
প্রাণের আশায়|
স্থুল আবেগ মুখ ঢাকে
স্থূলকায় অঙ্গীকারের তীব্র বর্ণময়তায়
আর এক ফোঁটা সুখের পদধ্বনি
সুপ্ত চেতনার অভিপ্রায়|


Photocourtesy: Flickr

No comments:

Post a Comment