Friday, April 13, 2012

একটি গাছ আর একটি পুকুর

গাছের শেষে পুকুর

ক্ষণে ক্ষণে ঝুঁকে
স্পর্শ করছে বুক,
স্পর্শসুখের উল্লাস
ছোট ছোট ঢেউ|
ভাঙ্গছে পাড়, খেলাচ্ছলে
হাওয়ার মাতন উড়ো পাতা
টুপটাপ খসে পড়া তোমার
আমাকে দেওয়া উপহার|

রোদ-জল-বায়ু
তোমার বাস্পবারি সোহাগে
উচ্ছল|
মুঠো চুলে হাওয়ার কাঁপন
চুপি চুপি
দুটো কথা - ভাঙ্গা ডাল
এতটুকু ফাঁক আর
দুর্নিবার আকর্ষণ|

পুকুর পাড়ের গাছ

কী কথা কুলকুল
বওয়| অবুঝ মন জানে
না, তোমার অতল
রহস্যমাখা শরীর, মানে
নিদ্রিত রাত্রি, চাঁদে মুখ
দেখে আয়নায় - সুন্দর!
আমি দেখি তোমার
জোয়ার জাগা শরীর -
শিহরণ|

ছিঁড়ে যায় কোষ
স্নায়ু অসহ্য ক্রোধে
কার দুর্জয় সাহস?
তোমার কৌমর্যো অপহৃত
গভীর শরীরে আজ
অগভীরতা মাটির বোঝা!
আমার উপহার তোমাকে -
ঝরা পাতা - আজ
ভাসে কই?
চারিদিক নিস্তব্ধ কান্নায়
বোজা গলা তোমার,

আমার আজন্ম প্রেম
প্রস্তরীভূত আজ!

Ekti Gaach Aar Ekti Pukur

No comments:

Post a Comment