তোর সাথে কথা বলি আজও
নিঝুম রাত পান করে
যখন তিলোত্তমা কল্লোলহীনা
আর আমার ঘরে খুচরো স্মৃতি
ধূসর চরাচর
স্তব্ধ আলাপন
তোর রাগের ঢেউ বুকে ভাঙ্গে
সোহাগ যেন ভীরু পাখি
মুছতে চাইনি একটা দাগও
তবু সব প্রেম ধুয়ে গেল
আবার জলমগ্ন চরাচর
আর একা আমি নিশুতি রাত
তোর টুকরো হাসি আড়াল থেকে
ডাকছে আমায় আদর ভরে
ফাঁকা ঘরে উড়ছে চড়ুই
ভঙ্গুর আকাশ এক নিমেষে
সোঁদা মাটির গন্ধ নিয়ে
বাসছি ভালো আজও তোকে...
নিঝুম রাত পান করে
যখন তিলোত্তমা কল্লোলহীনা
আর আমার ঘরে খুচরো স্মৃতি
ধূসর চরাচর
স্তব্ধ আলাপন
তোর রাগের ঢেউ বুকে ভাঙ্গে
সোহাগ যেন ভীরু পাখি
মুছতে চাইনি একটা দাগও
তবু সব প্রেম ধুয়ে গেল
আবার জলমগ্ন চরাচর
আর একা আমি নিশুতি রাত
তোর টুকরো হাসি আড়াল থেকে
ডাকছে আমায় আদর ভরে
ফাঁকা ঘরে উড়ছে চড়ুই
ভঙ্গুর আকাশ এক নিমেষে
সোঁদা মাটির গন্ধ নিয়ে
বাসছি ভালো আজও তোকে...
No comments:
Post a Comment