Sunday, September 18, 2011

অলীক কল্পনা

তোর সাথে কথা বলি আজও
নিঝুম রাত পান করে
যখন তিলোত্তমা কল্লোলহীনা
আর আমার ঘরে খুচরো স্মৃতি
ধূসর চরাচর
স্তব্ধ আলাপন

তোর রাগের ঢেউ বুকে ভাঙ্গে
সোহাগ যেন ভীরু পাখি
মুছতে চাইনি একটা দাগও
তবু সব প্রেম ধুয়ে গেল
আবার জলমগ্ন চরাচর
আর একা আমি নিশুতি রাত

তোর টুকরো হাসি আড়াল থেকে
ডাকছে আমায় আদর ভরে
ফাঁকা ঘরে উড়ছে চড়ুই
ভঙ্গুর আকাশ এক নিমেষে
সোঁদা মাটির গন্ধ নিয়ে
বাসছি ভালো আজও তোকে...

Broken Dreams

No comments:

Post a Comment