Sunday, September 25, 2011

Tari Amar Hothat Dube Jaye


তরী আমার হঠাত্ ডুবে যায়ে
কোন খানের, কোন পাষানের ঘায়ে
তরী আমার হঠাত্ ডুবে যায়

নবীন তরী নতুন চালে
দিলে পারি ওগাধ জলে
বাহি তারে খেলার ছলে
কিনার কিনারায়
তরী আমার হঠাত্ ডুবে যায়ে

ভেসে ছিলাম স্রোতের ঘরে
একা ছিলেম কর্ণ ধরে
লেগেছিল পালের পরে
মধুর মৃদু বায়

সুখে ছিলেম আপন মনে
মেঘ ছিল না গহন কোণে
লাগবে তরী কুসুম বনে
ছিলেম এই আশায়ে
তরী আমার হঠাত্ ডুবে যায়ে

তরী আমার হঠাত্ ডুবে যায়ে
কোন খানেরে কোন পাষনের ঘায়ে
তরী আমার হঠাত্ ডুবে যায়ে

~ রবীন্দ্রনাথ ঠাকুর


No comments:

Post a Comment