Friday, September 9, 2011

প্রহসন




বেঁচে আছি নিয়ম মত
বুকে নিয়ে গভীর ক্ষত
মেদুর স্মৃতির হাতছানীতে
কান্না গেলা দু'চোখ বুজে
আঁধার পথে এমনি চলা
নিজের সাথে কথা বলা
কাটছেনা দিন তবুও আঁকি 
স্বপ্নরা সব দিচ্ছে ফাঁকি
আমার হাতটা আজও ফাঁকা
ধূসর কিছু স্বপ্ন আঁকা
ইচ্ছে করে সব ছাড়িয়ে 
বাঁধন কেটে যাই হারিয়ে
ইচ্ছে-ডানার পাখা মেলে
বাঁচতে যে চাই মরণ ভুলে...

No comments:

Post a Comment