বেনীমাধবের চিলেকোঠার ঘরে
উড়ছে কিছু বিষণ্ণতার আলো
জানতে চেয়েও ফিরল করূন হাসি,
মধ্যিখানের দিন গুলো সব কালো
ওরা নাকি বলত তাকে নারী!
শুধু
নির্মম এক তিক্ত জঠর জ্বালা
আর উড়ছে কিছু ছাই
লেলিহান শিখা ছোঁয়া আকাশ
আজ আর ভাবার সময় নেই
যাজ্ঞব্ল্ক ভেবেছিল অনেক
ধরা পড়েনি কণ্ঠরোধী হাত
আমি আকাশের সীমানায় দেখেছি
ক্লেদাক্ত, রিক্ত একটা মাঠ...
যুদ্ধ করছি বাঁচব বলে কত
বাঁচছি তোমায় দেখব বলে শুধু
ওরা যুদ্ধ জানে না
জানে না প্রেম,
মোহনা কেমনে হয়...
ধংসস্তূপের ভিতর থেকে ওরা
নাকি...
নক্সীকাঁথার আর্ত্ ধ্বনি পায়!
উড়ছে কিছু বিষণ্ণতার আলো
জানতে চেয়েও ফিরল করূন হাসি,
মধ্যিখানের দিন গুলো সব কালো
ওরা নাকি বলত তাকে নারী!
শুধু
নির্মম এক তিক্ত জঠর জ্বালা
আর উড়ছে কিছু ছাই
লেলিহান শিখা ছোঁয়া আকাশ
আজ আর ভাবার সময় নেই
যাজ্ঞব্ল্ক ভেবেছিল অনেক
ধরা পড়েনি কণ্ঠরোধী হাত
আমি আকাশের সীমানায় দেখেছি
ক্লেদাক্ত, রিক্ত একটা মাঠ...
যুদ্ধ করছি বাঁচব বলে কত
বাঁচছি তোমায় দেখব বলে শুধু
ওরা যুদ্ধ জানে না
জানে না প্রেম,
মোহনা কেমনে হয়...
ধংসস্তূপের ভিতর থেকে ওরা
নাকি...
নক্সীকাঁথার আর্ত্ ধ্বনি পায়!
No comments:
Post a Comment