টুপটাপ কত ভিজে আছে জ্যোত্স্না
তারাদের দেশে ঘুমপাড়ানিয়ার সুর
নিথর রাজপথ আলস্য মেখে শুয়ে
তবুও তন্দ্রা নামেনা কোনো এক দুচোখে
সে চোখ শুধু উত্তর খোঁজে
দুপুর রোদ দখিন হাওয়া
চার দেয়াল আর একলা মেয়ে
ছোট্টো প্রশ্ন
থমকে দাঁড়ায়ে সময়
আঁধার নামে জবাব চেয়ে
নিরুত্তরের ঘূর্ণি
নিঃসঙ্গ সময় আর চার দেয়াল
আজও গোনে প্রহর
No comments:
Post a Comment