Wednesday, August 31, 2011

জীবন মানে

টুপটাপ কত ভিজে আছে জ্যোত্স্না
তারাদের দেশে ঘুমপাড়ানিয়ার সুর
নিথর রাজপথ আলস্য মেখে শুয়ে
তবুও তন্দ্রা নামেনা কোনো এক দুচোখে
সে চোখ শুধু উত্তর খোঁজে

দুপুর রোদ দখিন হাওয়া
চার দেয়াল আর একলা মেয়ে
ছোট্টো প্রশ্ন
থমকে দাঁড়ায়ে সময়
আঁধার নামে জবাব চেয়ে

নিরুত্তরের ঘূর্ণি
নিঃসঙ্গ সময় আর চার দেয়াল
আজও গোনে প্রহর
উত্তরের আশায়...

No comments:

Post a Comment