আমি
চারপাশের নিকষ কালো বেড়াজাল
থমকে যাওয়া জীবনমুখী গান
বয়ঃসন্ধির উপচে পরা ঢেউ
বিজ্ঞাপনের লালাভ এক চোখ
আর একটু দূরে দাঁড়িয়ে থাকা সময়
আমি-র দু-চোখে ঠুলি
জমা অন্ধকার।
অশরীরী ইমোশনের
দুর্বিনীত প্রলোভন
আক্রোশ
আর বিশ্বায়নের সাজা,
দ্বিখন্ডিত মন...
ঘাম চুঁইয়ে ঝরছে পরে বিশ্বাস
আর সমবেদনার ভিত।
রক্তবীজের আর এক নাম কি
আধুনিকতা?
চারপাশের নিকষ কালো বেড়াজাল
থমকে যাওয়া জীবনমুখী গান
বয়ঃসন্ধির উপচে পরা ঢেউ
বিজ্ঞাপনের লালাভ এক চোখ
আর একটু দূরে দাঁড়িয়ে থাকা সময়
আমি-র দু-চোখে ঠুলি
জমা অন্ধকার।
অশরীরী ইমোশনের
দুর্বিনীত প্রলোভন
আক্রোশ
আর বিশ্বায়নের সাজা,
দ্বিখন্ডিত মন...
ঘাম চুঁইয়ে ঝরছে পরে বিশ্বাস
আর সমবেদনার ভিত।
রক্তবীজের আর এক নাম কি
আধুনিকতা?
Image Courtesy: TalkPhotography
No comments:
Post a Comment