Tuesday, December 3, 2013

একুশের রেশ

নিভছে বাতির আলো
জড়ানো ধূপের রেখা
ঘুরে উপরে উঠছে
বাক্সবন্দী কিছু ইচ্ছামৃত্যু
জীবনের বয়স আর না বাড়লেই ভালো
একুশেই থমকে আজও সময়
মনের আনাচে গোধুলির রং
মিশছে আজ গড়িয়াহাট-এর ভীড়ে
আকাশকুসুম স্বপ্ন দেখার পালা
আজ শেষ বোধহয়!
তবু ...
ভুলতে চাইলেই কি আর ভোলা যায়?


Image Courtesy: TheFutureWorkPlace

No comments:

Post a Comment