বাঁধনের জটগুলো সব আলগা করে খোলা
একা ঘাস ফুল পাতা ছোঁয় আলতো করে মালী
যেখানে সন্ধ্যে নামে তিস্তা পারের খোঁজে
সেখানে নীলচে জলে শেষ বর্ষার বালি
যেটুকু মুক্তো ছিল পদ্ম পাতায় তোলা
জানিনা আজ কিরণে হীরে সাজায় কিনা
পথের ওই কোনায় রাখা দু-ফালি স্মৃতিতে
মিছে জল যায় এঁকে সব বিচিত্র আলপনা...
Photo Courtesy: Wallpaperup.com
একা ঘাস ফুল পাতা ছোঁয় আলতো করে মালী
যেখানে সন্ধ্যে নামে তিস্তা পারের খোঁজে
সেখানে নীলচে জলে শেষ বর্ষার বালি
যেটুকু মুক্তো ছিল পদ্ম পাতায় তোলা
জানিনা আজ কিরণে হীরে সাজায় কিনা
পথের ওই কোনায় রাখা দু-ফালি স্মৃতিতে
মিছে জল যায় এঁকে সব বিচিত্র আলপনা...
Photo Courtesy: Wallpaperup.com
nice one...
ReplyDeleteThank you so much :)
Delete