এক গুচ্ছ অভিমান
ধূসর কিছু ঘোলাটে স্মৃতি
কথা বলছে আজ
হাত ধরে।
হাতড়ানো অন্ধকার
চারপাশ ভেজা নীরবতায়
আকাশ থেকে হিমের মত
নামছে স্বপ্ন একটা দু'টো
পলি জমা চৌকাঠ
অচেনা নিঃশ্বাস সবার
যাবজ্জীবন দুঃস্বপ্ন বোনা
সাজাপ্রাপ্ত আসামী জীবন
কথার খেলাপে মৃত্যুভয়
একফোঁটা চোখের জল,
আহ!
মৃত্যু, তুমি বরাভয়!
কষ্ঠিপাথরে আঁকা দালান
স্বপ্ন ভাঙ্গছে একটা দু'টো
গভীর নিঃশ্বাসে ছন্দপতন
ব্যাকুল চোখে পেলবতা,
আজ আকাশজোড়া কাব্যকারী
বীতশোক মহামারী
কৃপণ যত ছায়াঘন মন
হায়! বন্ধদ্বার
কেউ কাউকে চায়েনা এখানে,
সবাই শুধু
আকাশকে ছুঁতে চায়!
Image credit: Passion Buddha
ধূসর কিছু ঘোলাটে স্মৃতি
কথা বলছে আজ
হাত ধরে।
হাতড়ানো অন্ধকার
চারপাশ ভেজা নীরবতায়
আকাশ থেকে হিমের মত
নামছে স্বপ্ন একটা দু'টো
পলি জমা চৌকাঠ
অচেনা নিঃশ্বাস সবার
যাবজ্জীবন দুঃস্বপ্ন বোনা
সাজাপ্রাপ্ত আসামী জীবন
কথার খেলাপে মৃত্যুভয়
একফোঁটা চোখের জল,
আহ!
মৃত্যু, তুমি বরাভয়!
কষ্ঠিপাথরে আঁকা দালান
স্বপ্ন ভাঙ্গছে একটা দু'টো
গভীর নিঃশ্বাসে ছন্দপতন
ব্যাকুল চোখে পেলবতা,
আজ আকাশজোড়া কাব্যকারী
বীতশোক মহামারী
কৃপণ যত ছায়াঘন মন
হায়! বন্ধদ্বার
কেউ কাউকে চায়েনা এখানে,
সবাই শুধু
আকাশকে ছুঁতে চায়!
Image credit: Passion Buddha
No comments:
Post a Comment