Friday, October 25, 2013

আমি, The Ego

আমি
চারপাশের নিকষ কালো বেড়াজাল
থমকে যাওয়া জীবনমুখী গান
বয়ঃসন্ধির উপচে পরা ঢেউ
বিজ্ঞাপনের লালাভ এক চোখ
আর একটু দূরে দাঁড়িয়ে থাকা সময়
আমি-র দু-চোখে ঠুলি
জমা অন্ধকার।

অশরীরী ইমোশনের
দুর্বিনীত প্রলোভন
আক্রোশ
আর বিশ্বায়নের সাজা,
দ্বিখন্ডিত মন...
ঘাম চুঁইয়ে ঝরছে পরে বিশ্বাস
আর সমবেদনার ভিত।
রক্তবীজের আর এক নাম কি
আধুনিকতা?


Image Courtesy: TalkPhotography