একলা ভায়োলিন, ছোট্টো রাস্তা,
বৃষ্টি হচ্ছে,
তিনটে বাচ্চা ভিজতে ভিজতে শিল কুরচ্ছে|
টুকরো পাহাড়, ঠান্ডা হাওয়ার ঝাপট
ঘরেই বন্দী বিফল টূরিস্ট,
চায়ের কাপটা উদাস, তপ্ত
দূরের যন্ত্রণা কাছের হচ্ছে|
ভিজতে ভিজতে তিনটে বাচ্চা শিল কুরচ্ছে|
ভেজার গল্প কে আর শুনছে
হাওয়ার সঙ্গী খুচরো বরফ
ফর্সা ধোয়া
ফেরার ভঙ্গী
ফিরতে গিয়েও কে থমকাচ্ছে এমন দৃশ্যে?
একলা রাস্তা, ছোট্ট বৃষ্টি
ভায়োলিন ভিজচ্ছে|
বৃষ্টি হচ্ছে,
তিনটে বাচ্চা ভিজতে ভিজতে শিল কুরচ্ছে|
টুকরো পাহাড়, ঠান্ডা হাওয়ার ঝাপট
ঘরেই বন্দী বিফল টূরিস্ট,
চায়ের কাপটা উদাস, তপ্ত
দূরের যন্ত্রণা কাছের হচ্ছে|
ভিজতে ভিজতে তিনটে বাচ্চা শিল কুরচ্ছে|
ভেজার গল্প কে আর শুনছে
হাওয়ার সঙ্গী খুচরো বরফ
ফর্সা ধোয়া
ফেরার ভঙ্গী
ফিরতে গিয়েও কে থমকাচ্ছে এমন দৃশ্যে?
একলা রাস্তা, ছোট্ট বৃষ্টি
ভায়োলিন ভিজচ্ছে|
No comments:
Post a Comment