Friday, January 18, 2013

আমার অবচেতন

ভীড় বাস
মানুষের মিছিল
বহমান রাস্তা আর চোরা স্রোত
বন্ধ দু'চোখ
ক্লান্ত নজর
সহস্র মুখের ভীড়ে একটা মুখের
অন্তহীন খোঁজ।
শ্রান্ত উত্কন্ঠা
অলস পর্যবেক্ষণ
ঝাপসা মানুষের ভীড়
এক নিমেষে -
অলীক কিছু ছায়ায়
ভাসছে
আমার অবচেতন।