Thursday, October 13, 2011

Aamar Bhindeshi Tara

আমার রাত জাগা তারা
তোমার অন্য পাড়ায় বাড়ি
আমার ভয় পাওয়া চেহারা
আমি আদতে আনারি

আমার আকাশ দেখা ঘুড়ি
কিছু মিত্থ্যে বাহাদুরী
আমার চোখ বেঁধে দাও আলো
দাও শান্ত শীতল পাটি
তুমি মা এর মতই ভালো
আমি একলাটি পথ হাঁটি

আমার বিচ্ছিরি এক তারা
তুমি নাও না কথা কানে
তোমার কিসের এত তারা
রাস্তা পার হবে সাবধানে

তোমার গায়ে লাগে না ধুলো
আমার দু'মুঠো চালচুলো
রাখো শরীরে হাত যদি
আর জল মাখো দুই হাতে
প্লীজ় ঘুম হয়ে যাও চোখে
আমার মন খারাপের রাতে

আমার রাত জাগা তারা
তোমার আকাশ ছোঁয়া বাড়ি
আমি পাইনা ছুতে তোমায়
আমার একলা লাগে ভারি

Amar Raat Jaga Tara

No comments:

Post a Comment