Thursday, August 23, 2012

Achhe Dukkho Achhe Mrityu Rabindra Sangeet Lyrics

আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে
তবুও শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে
আছে দুঃখ আছে মৃত্যু...

তবু প্রাণ নিত্য ধারা হাসে সূর্য চন্দ্র তারা
বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে
আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে
তবুও শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে
আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে|

তরঙ্গ মিলায় যায় তরঙ্গ উঠে
কুসুম ঝরিয়া পরে কুসুম ফুটে
নাহি ক্ষয় নাহি শেষ নাহি নাহি দৈন্য লেশ
সেই পূর্ণতার পায়ে মন স্থান মাগে
আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে
তবুও শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে
আছে দুঃখ আছে মৃত্যু...

Monday, August 13, 2012

An Afternoon Siesta



কলকাতায় সেদিন আর এক কর্মনাশা বনধ| আমি আমার স্বাভাবিক অতি-উত্তেজনাপ্রবন স্বভাবের বশে অফিসে গিয়ে হাজির| ফ্রেম-এ ধরা স্তব্ধ নির্জন দুপুরের বি বি গাঙ্গুলী স্ট্রীট আর একপাশে সার দিয়ে রাখা হাতেটানা রিক্সা|