Wednesday, August 31, 2011

জীবন মানে

টুপটাপ কত ভিজে আছে জ্যোত্স্না
তারাদের দেশে ঘুমপাড়ানিয়ার সুর
নিথর রাজপথ আলস্য মেখে শুয়ে
তবুও তন্দ্রা নামেনা কোনো এক দুচোখে
সে চোখ শুধু উত্তর খোঁজে

দুপুর রোদ দখিন হাওয়া
চার দেয়াল আর একলা মেয়ে
ছোট্টো প্রশ্ন
থমকে দাঁড়ায়ে সময়
আঁধার নামে জবাব চেয়ে

নিরুত্তরের ঘূর্ণি
নিঃসঙ্গ সময় আর চার দেয়াল
আজও গোনে প্রহর
উত্তরের আশায়...

Tuesday, August 30, 2011

একলা রাস্তা, ছোট্ট বৃষ্টি, ভায়োলিন ভিজচ্ছে

একলা ভায়োলিন, ছোট্টো রাস্তা,
বৃষ্টি হচ্ছে,
তিনটে বাচ্চা ভিজতে ভিজতে শিল কুরচ্ছে|
টুকরো পাহাড়, ঠান্ডা হাওয়ার ঝাপট
ঘরেই বন্দী বিফল টূরিস্ট,
চায়ের কাপটা উদাস, তপ্ত
দূরের যন্ত্রণা কাছের হচ্ছে|
ভিজতে ভিজতে তিনটে বাচ্চা শিল কুরচ্ছে|

ভেজার গল্প কে আর শুনছে
হাওয়ার সঙ্গী খুচরো বরফ
ফর্সা ধোয়া
ফেরার ভঙ্গী
ফিরতে গিয়েও কে থমকাচ্ছে এমন দৃশ্যে?
একলা রাস্তা, ছোট্ট বৃষ্টি
ভায়োলিন ভিজচ্ছে|